ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় ফুটবল খেলার সময় পুকুরে ফুটবল পরে যাওয়ায় তা তুলতে গিয়ে সুমন ইসলাম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২নভেম্বর) দুপুরে রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন খড়িবাড়ি গ্রামের বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র এ ঘটনা ঘটে। খড়িবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে নিহত সুমন বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। এলাকাবাসি জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল। খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে বলটি পড়ে যায়। তখন সে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। পরে আনুমানিক বিকেল ২টার দিকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।