রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
এসময় জেলা পরিষদের মূখ্য নির্বাাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিব আজম, জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী মনছুরুল হক, প্রচার সেক্রেটারী এ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা শিবির সভাপতি শহিদুল ইসলাম সাফী, সেক্রেটারী রবিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম, সেক্রেটারী মাইনুদ্দীন, এসিসটেন্ট সেক্রেটারী এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমীর এসময় চেয়ারম্যানের সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন। জামায়াতের পক্ষ থেকে এসময় সকল ধরনের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন জেলা আমীর।