বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে কারণ ফ্যাসিবাদের যে প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছে আর এজন্য ভারত আমাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো, অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক নির্বাচন এবং এই সরকারের প্রধান কাজ হবে, নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশকে বিভক্ত করেছে গত দীর্ঘ ১৮ বছরে, এখন দরকার একটি জাতীয় ঐক্যের। ছাত্র-জনতার যুগপদ আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন সরকারের উচিত হবে জনগণ কি চায়, জনগণের সমস্যা চিহ্নিত করে সংস্কারগুলোতে দ্রুত হাত দেয়া।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল দশটায় কালিবাড়িস্থ নিজ বাসভবনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বে বিষয়ে সকল দলসমূহকে এক হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে, এটা স্বাভাবিক কিন্তু দেশের স্বার্থে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে। জাতি হিসেবে আমাদের আরো সহিঞ্চু হতে হবে, কারণ বিগত ১৮ বছরের যে জঞ্জাল তার পরিষ্কার করতে সময় লাগবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরসহ জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।