ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সাংবাদিককে হত্যার হুমকি;অবৈধ বালু উত্তোলনকারীর বিরু‌দ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধিঃ
নভেম্বর ১৪, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল থেকে বালু পাচার নিয়ে সংবাদ প্রচারের জেরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে মোবাইল ফো‌নে হত‌্যার হুম‌কিদাতা মোক‌লেস হাওলাদারের বিরু‌দ্ধে আদালতে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

সাংবা‌দিক মীর ইমরান প্রাণনাশের হুমকি বিষয়ে শিবচর থানায় একটি জিডি মূলে গত সোমবার দুপু‌রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুরে এ মামলা রুজু করা হয় ।

জানা যায়, শিবচরে বালুখেকো মোকলেস হাওলাদারকে নিয়ে “বালু মহাল থেকে পাচার করে বালু বিক্রি” শিরোনামে একটি প্রতিবেদন করেন আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মীর ইমরানসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা। প্রতিবেদন প্রচারের পর অভিযুক্ত মোকলেস হাওলাদার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর ইমরানকে হত্যার হুমকি দেয়।

এরপর শিবচর উপজেলায় কর্মরত সাংবাদিকরা ঐ বালু পাচারকারী মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়।

এরপর বালু খেকো মোকলেসের বিরুদ্ধে শিবচর থানায় গত ৯ নভেম্বর একটি জিডি করা হয়।

পরবর্তীতে গত সোমবার দুপু‌রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর জিডিতে উল্লেখিত অভিযোগ আমলে নিয়ে মামলাটি রেকর্ডের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।