দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয় ও নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “সামাজিক আন্দোলনই দুর্নীতি মুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়” প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য দয়াল দাশ।
এসময় নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম, নানিয়ারচর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা, সহ-সভাপতি মধুসূদন চাকমা, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অন্বেষা চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপায়ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মডারেটর হিসেবে নানিয়ারচর যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক এবং বিচারকমন্ডলি হিসেবে উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান ও প্রাণী সম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ দ্বায়িত্ব পালন করেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, নানিয়ারচরের মত প্রত্যন্ত এলাকায় বিতর্ক প্রতিযোগিতা অনেকটা কষ্টস্বাধ্য বিষয়। আজকের এই পথচলা অনেক দূর এগিয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসারের সুনজর থাকলে নানিয়ারচরের বিতার্কিকরা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারবে। এসময় শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি বাবা মায়ের প্রতি যত্নশীল হবে। মানুষ মানুষের জন্য এই কথাটা মাথায় রেখেই তোমরা তোমাদের জীবন গড়বে।
সভাপতির বক্তব্যে এসময় আমিমুল এহসান বলেন, বির্তক একটা শিল্প। সমাজের নানাবিধ সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে বিতর্ক প্রতিযোগিতা। এসময় ডিবেটের বিবেচ্য দিক কী, সিটিং, ফরমেট, সংজ্ঞায়ন, প্রস্তুতি, উপস্থাপন ও তথ্য উপাত্ত প্রদান বিষয়ে দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করেন।
অতিথিরা এসময় পক্ষ বিপক্ষ দলের উপস্থাপনা ও যুক্তি খন্ডন উপভোগ করেন। এই বিতর্ক প্রতিযোগিতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
উল্লেখ্য, নানিয়ারচরে উপজেলা নির্বাহী অফিসারের হাত ধরে এরই মধ্যে বিতর্ক শাখায় পথচলা শুরু করেছে শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান এক সময় ছিলেন দেশসেরা বিতার্কিক। বাংলাদেশ ডিবেট ফেডারেশন, ডিবেট বাংলাদেশ ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সাথে যুক্ত থেকেছেন। তার হাত ধরেই সৃষ্টি হয়েছে বাংলাদেশের অনেক নামিদামী বিতার্কিকের। ছাত্র জীবনে তিনি ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর কো-চেয়ারম্যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফেডারেশনের উপদেষ্টা এবং আন্ত:কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিবেট চেয়ারম্যান, পরিচালক এবং সভাপতি হিসেবেও তিনি কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তার হাতেই অনেক নামিদামি বিতার্কিকের সৃষ্টি। নানিয়ারচরেও ডিবেট নিয়ে কাজ করতে চান এক সময়ের তুখোড় এই ডিবেটার।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত