ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

থানচি প্রেসক্লাবের কমিটির গঠিত সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
নভেম্বর ১৫, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচিতে প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচনে আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা সাধারণ সম্পাদক পদের নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ের মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যদের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কন্ঠভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের আগামী দুই বছরে মেয়াদের জন্য তাদের নির্বাচিত হন।

প্রেসক্লাবের গঠিত নতুন কমিটির ৮ বিশিষ্ট সদস্যদের নিয়ে দুই বছরে মেয়াদের জন্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি, ডেলি মেসেঞ্জার চিংথোয়াই অং মারমা কোষাধ্যক্ষ পদের নির্বাচিত হন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা নির্বাহী সদস্য, সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমং প্রু মারমা নির্বাহী সদস্য, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমী নির্বাহী সদস্য পদের নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের নতুন গঠনের প্রাথমিকভাবে ৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছেন। বিগত ১৪ নভেম্বর ২০২১ সালে কমিটি গঠন করেছিল। গতকাল  বৃহস্পতিবার কমিটি মেয়াদ শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।