ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল সহ আহত ৪

রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ
নভেম্বর ১৬, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সহ ৪ জন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার ( ১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল সহ তার ৮ জন সহযোগী। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রুবেলদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে রুবেল সহ ৪ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

আহতরা হলেন রাজধানী ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (২৪), মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, “আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ওমর ফারুক সহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। চিত্রনায়ক রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।