ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত

মো. আবু রায়হান মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মেঘনা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তুলাতুলী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মেঘনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মাওলানা আক্তার হোসেন আতিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম এবং চন্দনপুর ইউনিয়নের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, ইসলামী যুব আন্দোলনের কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মো. সাইফুল্লাহ (সাইফ), মেঘনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আমির হোসেন, জাতীয় উলামা আইমা পরিষদের সভাপতি মাওলানা হুসাইন আহম্মেদ, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব) ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. সাইদুর রহমান (সাঈদ)।

এ অনুষ্ঠানে মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, মো. আব্দুল কুদ্দুস, মো. আবুল হোসেন, মো. ইকবাল হোসেন মেম্বার, আব্দুল মান্নান, মো. মোস্তফা মেম্বার, মাওলানা মাঈন উদ্দিন ও মো. ডালিম মিয়া সহ সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত থেকে সমাবেশের কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, “দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গণ-আন্দোলনের প্রয়োজনীয়তা এখন আরও বেশি। গুম, খুন ও ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতি এই সমাজকে গ্রাস করছে। গণতন্ত্রের নামে দুর্নীতি ও অবিচারের যে দুষ্টচক্র তৈরি হয়েছে, তাকে উৎখাত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জনস্বার্থে ব্যবহার করা সহ পাশাপাশি রাজনৈতিক সংস্কারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) জাতীয় সংসদ নির্বাচন চালুর মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করা উচিত।”

এছাড়া বক্তারা ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে তারা আরও বলেন, “ইসলামিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে জাতির মুক্তি। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার উপভোগ করতে পারবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাই সর্বোত্তম সমাধান।”

সমাবেশে উপস্থিত জনসাধারণ বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান, যা সমাবেশ প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।