চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফারুক (৪২)।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে পাহাড়তলী থানাধীন দুলালাবাদ এলাকায় পুলিশের চেকপোস্টে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানোর সময় যাত্রী ফারুকের স্কুলব্যাগ থেকে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় ফারুক নিজেকে ‘দৈনিক একাত্তর সংবাদ’ পত্রিকার রিপোর্টার দাবি করে এবং একটি আইডি কার্ড দেখায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল।
পুলিশ জানিয়েছে, ফারুক সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পতেঙ্গায় বিক্রি করতে যাচ্ছিল। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।