সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতার বুনিয়াদি বিষয়গুলো নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার সকালে শহরের ব্রিজ রোডে ‘দেশ’ উন্নয়ন সংস্থা মিলনায়তনে ইনস্টিটিউট অভ মাস কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ এন্ড রিসার্চ (আইএমসিএমএসআর), ময়মনসিংহ আয়োজিত ‘বেসিক ট্রেনিং ওয়ার্কশপ অন জার্নালিজম’ শীর্ষক এ কর্মশালা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
উদ্বোধনী সেশনে ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কাবির উল হাসান এবং আইএমসিএমএসআর-এর প্রধান সমন্বয়ক ও কোর্স এডিটর স্বাধীন চৌধুরী এবং কোর্স কো-অর্ডিনেটর ইমরান হাসান শিমুল বক্তব্য রাখেন।
দৈনিক প্রথম আলো’র স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, সময় টিভির সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোণা প্রতিনিধি আলপনা বেগম প্রমুখ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া ২৫ জন পেশাদার এবং শিক্ষানবিশ সংবাদকর্মীদেরকে সাংবাদিকতার ইতিহাস, মূল্যবোধ, দায়িত্ববোধ, তথ্য অধিকার, সংবাদ সংগ্রহ, লিখন, সম্পাদনা, ফিচার, লাইভ স্ট্রিমিং, ক্যামেরা পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করছেন।উক্ত অনুষ্ঠানে দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা,সাংবাদিকদের ত্যাগ ও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের সম্পর্কে আলোকপাত করা হয়। আলোচনার একপর্যায়ে সাংবাদিকদের রাজনৈতিক প্রভাব মুক্তহয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয় এর পাশাপাশি নিজের কোন ব্যাক্তগত মতামত,ব্যাক্তিগত আক্রোশের শিকার যেন কেউ নাহয় এমন অনুরোধ জানানো হয়।