ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে প্রশাসনের অভিযানে অবৈধ ড্রেজারের ২০টি পাইপ বিনষ্ট

মাদারীপুর প্রতিনিধিঃ
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নির্দেশনায় কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের হাচেন আকনের হাটের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।
এসময় ঐ এলাকার খালে অবস্থিত একটি আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ২০ টি পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিকপক্ষ কাউকে পাওয়া যায় নি।

অভিযানকালে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন,”নদী ভাঙন রোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।জনকল্যাণে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।