ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গণপূর্তের এক আজমলেই সর্বনাশ

নিজস্ব প্রতিনিধি:
ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদের পাহাড় গড়েও গণপূর্তের প্রকৌশলী আজমল হক এখনো ধরাছোঁয়ার বাইরে

গণপূর্ত অধিদপ্তরের বিতর্কিত প্রকৌশলী আজমল হক অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হলেও এখনো আইনের আওতায় আসেননি। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি, ঘুষ গ্রহণ, এবং ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে।

আজমল হকের বিরুদ্ধে তদন্তে জানা গেছে, তিনি তার পদ ব্যবহার করে একাধিক ঠিকাদারের সঙ্গে আঁতাত করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে এবং বেনামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, জমি, এবং অন্যান্য সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।

এর আগে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আজমল হক নিয়মিতভাবে প্রকল্পের কাজের অনুমোদনের জন্য বড় অংকের ঘুষ গ্রহণ করতেন। এছাড়াও, নিম্নমানের কাজ করেও ঠিকাদারদের থেকে মোটা অংকের অর্থ নিতেন বলে অভিযোগ রয়েছে। তার এই দুর্নীতি চক্রের কারণে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেও আজমল হক ক্ষমতাসীন দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আইনের আওতার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে গিয়ে অনেকেই হুমকির মুখে পড়েছেন।

জনসাধারণের দাবি, আজমল হকের মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় ফিরিয়ে আনা হোক। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার কথা বললেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সবার আহ্বান, আজমল হকের মতো দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বিস্তারিত পরবর্তী সংখ্যায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।