নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বায়তুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার “৭ বছরের খুদে শিশু হাবিব পবিত্র কোরআন মুখস্ত করা নিয়ে হাবিবের মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন মুখস্থ” করা নিয়ে, News24টেলিভিশনে অনলাইনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করাই নিউজটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে নিউজটি ৫৫ লক্ষ ভিউ হয়েছে। গতকাল রাতে নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ কে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষ।
রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক অনুষ্ঠান শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার বায়তুল মুমিনের মুহতামিম মুফতি নিয়ামত উল্লাহ আমিন, ফেনীর জামেয়া রশেদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহিদুল্লাহ, মাওলানা কবির আহমেদ ও উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারী শাহাদাত হোসাইনও হাফেজ নুরুল আমিন সহ উলামায়ে কেরামগন।
ধন্যবাদ News24 কর্তৃপক্ষকে এই রকম ভালো নিউজ প্রচার করার জন্য। উৎসাহ দিলে আরো ভালো নিউজ প্রচারে সহযোগিতা থাকবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে মোট ৬০ জন শিশু হাফেজ কে পুরস্কার সম্মাননা দেয়া হয়েছে। আরো ক্রেষ্ট নিয়ে সম্মানিত হয়েছেন, NTV মাসুদ পারভেজ। একাত্তর মিজানুর রহমান, ও কাল বেলার অহিদ উদ্দিন মুকুল ।