খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস কামফোট গোল্ডেন এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অনেক পর্যটক আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ইতি মধ্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে।
রাস্তায় গাড়ি উল্টে থাকায় চট্টগ্রাম ঢাকার যাতায়াত সামরিকভাবে বন্ধ আছে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।’ এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ার কারণে উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত