টঙ্গীর ইজতেমার হামলার ঘটনার সূত্র ধরে নোয়াখালীতে সাদ পন্থী একজন আটক করেছে পুলিশ। আটককৃতের নাম বেলাল হোসেন (৪৭)। রবিবার দুপুরে নোয়াখালী সদরের সোনাপুর থেকে আটক করেছে পুলিশ। জানা যায়, টঙ্গী ইজতেমার মাঠে হামলার সূত্র ধরে সাদ পন্থী বেলাল জড়িত রয়েছে সন্দেহ গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা তদন্ত করতেছি। আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত