কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার ইব্রাহিমীয়া দারুল কোরআন মাদ্রাসায় বই উৎসব ২০২৫ পালিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জাকির হোসেন।
এসময় তিনি বলেন, ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষরূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। গৌরসার গ্রামে এই মাদ্রাসার কোন বিকল্প নেই, গ্রামের সকলের কাছে আকুল আবেদন এটা আমাদের দ্বীনি প্রতিষ্ঠান, আমাদের সবার দায়িত্ব এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা। সবার প্রচেষ্টায় অল্প অল্প করে গড়ে উঠবে এই মাদ্রাসা।
বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরসার ইব্রাহিমীয়া দারুল কোরআন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী, বিএনপি নেতা মোঃ নূরুল ইসলাম।
প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বলেন, ইসলাম সব সময় এমন বিষয়ের পাঠদানে গুরুত্ব দেয়, যাতে সুপথ, মুক্তি, পরকালীন কল্যাণ নিহিত। তা এমন শিক্ষা, যার ওপর মানুষের সৌভাগ্য ও মুক্তি নির্ভরশীল, যার মাধ্যমে তার সৃষ্টিজগতের স্রষ্টা, জগত্গুলো পরিচালনাকারীর সত্তা ও গুণাবলি সম্পর্কে অবগত হবে। কোরআনে সেসব মানুষের নিন্দা করা হয়েছে তাদের জ্ঞানচর্চার পুরো পার্থিব জীবনকেন্দ্রিক। ইরশাদ হয়েছে, ‘বলুন, আমি কি তোমাদের সংবাদ দেব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? তারাই সেসব লোক, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকর্মই করছে। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম, আল্লাহ তাআলার আদেশে মানুষ যেমন লাভ করেছে জীবনের আলো তেমনি আল্লাহরই নিকট থেকে সে লাভ করেছে ইলমের নূর। ইলমের মাধ্যমে মানুষ নবজন্ম লাভ করে। শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে, শিক্ষা মৌলিকভাবে দুই প্রকার : জাগতিক শিক্ষা ও দ্বীনী শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের উপযোগী জ্ঞান ও বিদ্যা হচ্ছে জাগতিক শিক্ষা। যেমন বিজ্ঞান, চিকিৎসা, গণিত ইত্যাদি। এই শিক্ষার মূল সূত্র অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি-অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনী শিক্ষা। এই শিক্ষার মূল সূত্র ওহী।
অতএব ইসলামের খিদমতের জন্য আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার জন্য জ্ঞান বিজ্ঞানের চর্চার করা হলে সেটা আর দুনিয়াবী কাজ থাকে না, সম্পূর্ণরূপে ইসলামের খিদমত হিসেবে গণ্য হয়। তদ্রূপ দ্বীনের প্রচার-প্রসারের জন্য কম্পিউটার শিক্ষা এবং প্রকাশনার অত্যাধুনিক মাধ্যমগুলোর জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে। এবং আরো বলেন, গ্রামের সবার এটা দ্বীনি দায়িত্ব, আমাদের মাদ্রাসা গ্রামের সকলে মিলেই পরিচালনা করতে হবে, দল-মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসাটি পরিচালনা করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরসার ইব্রাহিমীয়া দারুল কোরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, স্থানীয় আব্দুল মোমেন, আসাদ, জাহাঙ্গীর আলম, আলামিন, জাহাঙ্গীর, ইউনুস হাজী, আব্দুর রহিম, জাকির হোসেন দুলু, সাংবাদিক তোফায়েল আহমেদ সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত