ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছেন। এমন ছবি ও ভিডিও কয়েকটা চ্যানেলে ফেক আইডি ব্যবহার করে সংবাদটি প্রচারিত করেছে। এমন খবরের সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হলে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। তবে নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ও নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজন । স্বজনদের তথ্য মতে, নিক্সন চৌধুরী গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভুঁয়া বানোয়াট ভিত্তিহীন ও কম্পিউটার থেকে তার ছবি তৈরি করেছে।
যমুনা টিভি (লোগো লাগানো) সহ কয়েকটি চ্যানেলে এমন সংবাদটি প্রচারিত হয়েছে সেই সুত্রে দেখা যায়,
নিক্সন চৌধুরী গ্রেপ্তারের গুঞ্জনের ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী । মুখে খোঁচা দাড়িও রয়েছে।
তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। দলটির নেতাকর্মীসহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গার থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, যমুনা টিভির লোগো লাগানো সহ আরো কয়েকটি চ্যানেলে আটকের বিষয়টি দেখলাম এবং খোঁজ নিয়ে যতটুক সম্ভব জেনেছি সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। কোন কম্পিউটার থেকে এটা তৈরি করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত