ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
জানুয়ারি ১২, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাড়াশ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ৮’শ শিক্ষকের অংশগ্রহনে দিন ব্যাপী ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই মিলন মেলায় বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার শাহা, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সুপারেনটেন্ডেন্ট আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমূখ।
এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনরা শিশুদের পাঠদানের ক্ষেত্রে অধিক যতœবান ও দায়িত্বশীল হবেন। আপনাদের এ মিলন মেলা তাড়াশ উপজেলায় শিক্ষার মেলবন্ধন গড়ে তুলবে। এর পর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
পরে বিকেলে দ্বিতীয় পর্বে প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মনা শিক্ষক ও জনপ্রিয় সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।