বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি দালাল চক্রের ৫ সদস্য ও মিয়ানমারের ৫৮ নাগরিকসহ মোট ৬৩ জনকে আটক করেছে আলীকদমের ( ৫৭ বিজিবি)। এই বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আকিব জাবেদ।
শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে আলীকদমের ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ নামক স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিকদের বহন করা একটি মিনি ট্রাকসহ দালাল চক্রের একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে জানা যায়, শনিবার ভোরে বিজিবির ব্যাটালিয়ান সদর থেকে ৪ কিলোমিটার দুরে উপজেলার ৩ নম্বর নয়া পাড়া ইউনিয়নের বুচিরমুখ নামক স্থানে বিজিবির সদস্যরা অভিযান চালালে এসময় একটি মিনি ট্রাকে ওঠার অবস্থায় বাংলাদেশী দালাল চক্রের ৫ সদস্য ও ৫৮ জন মিয়ানমারে নাগরিকসহ৷ মোট ৬৩ জনকে আটক করে । সেই সাথে জব্দ করা হয় দালাল চক্রের সদস্যদের ব্যবহার করা একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার। আটককৃত মিয়ানমার নাগরিকদের মধ্যে রয়েছে পুরুষ ১২ জন, মহিলা ১০ জন এবং ৩৭ শিশু বাচ্চাসহ মোট ৫৮ জন।
জানা গেছে আটককৃত নাগরিকদের মিয়ানমারের ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।