মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মিয়ারহাট লঞ্চঘাট থেকে সাহেবরামপুর এলাকার নদে এ অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, আড়িয়াল খাঁ নদের উপজেলার বিভিন্নস্থানে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্তের নেতৃত্বে দুইজন মাঠ সংগঠকের সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশনের আওতায় অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জনসাধারণের উপস্থিতিতে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) প্রণব কুমার দত্ত বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত