ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাবেক এপিপি এডভোকেট পলাশ সহ ৮ জন আইনজীবীকে কারাগারে প্রেরণ :

মোঃআব্দুল্লাহ -স্টাফ রিপোর্টার খুলনা।
জানুয়ারি ১৩, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, সাবেক এ পি পি ও খুলনা মহানগর তাঁতীলীগের আহবায়ক এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ সহ ৮ আইনজীবী উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হলেও পরবর্তীতে প্র্যাক্টিসরত অবস্থায় নিম্ন আদালতে হাজিরা হলে বিজ্ঞ আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে।
অন্যান্য ব্যাক্তিরা হলেন এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আল-আমিন, এ্যাড কুদ্দুস,এ্যাড মো: মেহেদী, এ্যাড. জিয়া,এ্যাড সুমন্ত,এ্যাড. টুটুল।

অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি খুলনা জেলা আইনজীবী পরিষদের সাবেক নির্বাচিত সভাপতি (২০০৭),সাবেক দ্বিতীয় ট্রাইবুনালের বিচারক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদারের জামাই।

উল্ল্যেখ্য ৪ আগষ্ট ২০২৪ ঘটনার পেক্ষাপটে এ্যাড. মো: এনাম হোসেন বাদী হয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম সহ ২৮ জন আসামীর নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনমায় মামলা দায়ের করে।

মামলার অন্যান্য আসামীরা ৫ আগষ্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন বলে একটি সূত্রে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।