ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষ , আহত – ৩

আনোয়ার হোসেন আনু কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। গতকাল রবিবার রাত ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ম চরবিজয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবার।
স্থানীয় আড়ৎদার সূত্র জানা গেছে, কুয়াকাটা চরবিজয় সংলগ্নে সমুদ্রে খুটা জালের মাঝি নাসির উদ্দিন বৈধ জালের ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে তার জাল ছিড়ে ফেলে অবৈধ বেহুন্দি (বাধাজাল) জালের ট্রলারের মাঝি আব্দুস ছোবাহান। এ নিয়ে উভয় ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতা-া হয়। এক পর্যায়ে ছোবাহান মাঝির নেতৃত্বে ট্রলারের জেলেরা খুটা জালের জেলেদের উপর হামলা চালায়। এতে নাসির মাঝি (৩০), ইলিয়াস ফকির (৩৫) ও আব্দুল মালেক (৫০) আহত হন। আহত সকলের বাড়ি ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, কেউ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।