ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

রবিউল হোসেন রিপনঃ
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি জেলায় চলমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ ১৩ জানুয়ারী ২০২৫ রোজ সোমবার রাজস্থলী উপজেলায় ০২ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় রাজস্থলী উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটা দুইটি বন্ধ করে ভাটা বন্ধের নোটিস টাঙিয়ে দেয়। ভাটাগুলো হলো- উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া এলাকার কেভিডব্লিউ ব্রিকস এবং বড়ইতলী গ্রামের বিআরবি ব্রিকস ফিল্ড। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র। এসময় তার সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত ব্রিকফিল্ডের চুল্লী ফায়ার সার্ভিস কর্তৃক পানি দিয়ে নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সুনির্দিষ্ট আইনের আওতায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০(এক লক্ষ)টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজস্থলীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসাবে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার পরিচালিত অভিযানে উপজেলার দুইটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। অভিযান পরিচালনা কালে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে জেলায় অবস্থিত প্রতিটি অবৈধ ইটভাটা বন্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।