ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র  বিতরণ

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জানুয়ারি ১৪, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় অন্যান্য জেলাগুলোর তুলনায় ঠান্ডা অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে জেলার অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া ছালেহিয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ৫০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ডা: বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং রুহিয়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে রুহিয়া ছালেহিয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র  বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডা.বাতেন ও ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের পরিচালক ডা: বাতেন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মুঝারুল ইসলাস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাস বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রুহিয়া থানা জাসাস এর সাধারণ সম্পাদক আইডল খোকা খান সহ আরো অনেকে।

ডা: বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্টের পরিচালক ডা. বাতেন জানান, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তারপরও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিবছর এমন আয়োজন চলমান থাকবে এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।