খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পাহাড় কাঁটার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(১৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মায়াফা পাড়া এলাকায়। পাহাড় কাটার অপরাধে জমির মালিক' কৃত্তি রঞ্জন ত্রিপুরা'র বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
এদিকে অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ ধারায় ১লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
এসময় তিনি আরো জানান, পাহাড় কাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগ শিকার করায় জমির মালিক'কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত