ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লাড়ুচৌ বাড়ির পাশের পুকুরের পাড় থেকে মো: রিফাত ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। গতকাল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে লাড়ুচৌ এলাকা থেকে মরদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। নিহত রিফাত ইসলাম (১৬) লাড়ুচৌ এলাকার তারু মিয়ার ছেলে।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত ইসলাম ঢাকার একটি টেইলারিং দোকানে কাজ করতো। সেখান থেকে অভিমান করে সে রোববার ঢাকা থেকে নিজ বাড়ি চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় যেতে ৫ শত টাকা ভাড়া দিয়ে জোর করলে সে সোমবার বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরদিন মঙ্গলবার সকালে তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে দেখতে পায় এলাকাবাসী। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শিশির ঘোষ জানান,এলাকাবাসী কাছ থেকে খবর পেয়ে রিফাতের বাড়ির পাশের পুকুরের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের লাশের পাশে কীটনাশক এর দুটি খালি প্যাকেট ও কলম পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার স্থল পরিদর্শন করেছি এবং নিহতের মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত