এসো শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়- এই স্লোগানে বাংলাদেশের একমাত্র শতভাগ তথ্য- প্রযুক্তি নির্ভর ইন্স্যুরেন্স কোম্পানি সোনালী লাইফ ঝিনাইদহ মেট্রোর আয়োজনে শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোনালী লাইফ এর অফিস থেকে শীতের কম্বল ও স্যুয়েটার প্রদান করা হয়।
লেখক, গবেষক অধ্যাপক ড. হাসান অরিন্দম উপস্থিত থেকে উপহার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী ইসাহাক আলী, আলমগীর কবীর, নাজমুল আলম রিগান। ইউনিট ম্যানেজার টিপু সুলতান, অনিক মাহবুব, আলামীন খান, আবু রেজা ইমরান, হালিমা নূপুর, রজিনা খাতুন, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সাকিব মোহাম্মদ আল হাসান
শীতবস্ত্র নিতে আসা ভ্যান চালক সুলাইমান হোসেন বলেন- খালি শুনেই আসছি শহরে গরিব মানুষির কম্বল দেই, আজগেই পহেলা কম্বল পেলাম। শীতে খুব কাজে দেবেনে। সুলাইমানের মত ভ্যান চালক, রিক্সা চালক, ভিক্ষুক, হোটেল কর্মচারী, মাটিকাটা শ্রমিকের হাতে কম্বল ও স্যুয়েটর প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত