খাগড়াছড়ির মাটিরাংগায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির উদ্যোগ জোনের আওতাধীন থইলাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে ৩ শতাধিক অসহায় শীতার্ত পাহাড়ি বাংগালীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন যামিনীপাড়া ব্যাটালিয়নের নবাগত জোন অধিনায়ক লে: কর্নেল খালিদ ইবনে হোসেন। এই সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত, অসহায় মানুষের পাশে যামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে এ ধারা অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান, এসএম মোঃ মাসুদুর মিয়া, জোন এন.সি.ও মোহম্মদ রুহুল আমিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত