চট্টগ্রামের রাউজানে মামলার আলামত উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্বদানকারী ফোরকান উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ফোরকান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার সোলাইমানের ছেলে।
গত মঙ্গলবার বিকালে রাউজান স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাযায় , গত ০২ ডিসেম্বর রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে গেলে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিল। রাউজান থানার ডিউটি অফিসার মো. আলী সৈকত বলেন, পুলিশের উপর হামলার ঘটনার নেতৃত্বদানকারী ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, বুধবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত