আবারও বাউফলের খাল থেকে মরদেহ উদ্ধার
মো. দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল দুইদিনের ব্যবধানে কনকদিয়া আলগী নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ মরাদেহ উদ্ধার করেছে পুলিশ । উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম : আব্দুল্লাহ (৫৮)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রামের হোগলা এলাকার খাল থেকেওই মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রাম ও ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে। লাশের পড়নে নীল রংয়ের জিন্সপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন জামা বা টি শার্ট ছিলনা।
এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) পদবী-সহকারী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আব্দু্ল্লাহ রবি বকস শেখ কোন পরিবহনে সহকারী হিসাবে চাকরী করতো।
স্থানীয়রা জানায়, আয়লা বাজারে বুধবার(১৫ জানুয়ারি ) রাত সাড়ে ১১ টার দিকে মালামাল পরিবহনের একটি ট্রাকে ধানের কুড়া নিয়ে যাচ্ছিল ।তখন আব্দুল্লাহ ওই পরিবহনের উপরে ছিলেন।এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। তখন পরিবহনে থাকা অন্যান্যরা কৌশলগত কারণে দুই কিলোমিটার দূরে কুম্ভখালী এলাকায় তার লাশ পাশের খালে ফেলে চলে যান।
আয়লা বাজারের স্থানীয় বাসিন্দা সবুজ বলেন ,বিপজ্জনক এই বিদ্যুৎ লাইনের জন্য বহুবার পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।কিন্তু পল্লী বিদ্যুৎ কোনো পদক্ষেপ নেয়নি ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুল্লাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
এর আগে গত মঙ্গলবার(১৪ জানুয়ারি ) সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি বরিশালের কাউনিয়া এলাকার তার বাড়ি। বাবার নাম জীবন চন্দ্র দে।
উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি বরিশালের কাউনিয়া এলাকার তার বাড়ি। বাবার নাম জীবন চন্দ্র দে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত