ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের ত্যাগি নেতা মোশারফ হোসেন ধ্রুব। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান।
মোশারফ ধ্রুব ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগেও তিনি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ সকলের মাঝেই মোশাররফ ধ্রুবর রয়েছে আলাদা গ্রহনযোগ্যতা।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যখন দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে আসতো না। ঠিক ওই সময়েও ধ্রুবরা ছিলেন সক্রিয়। মিছিল, মিটিংসহ সকল দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করে গেছেন নিরলস। জুলাই গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছেন সামনে কাতারে দাঁড়িয়ে।
মোশারফ হোসেন ধ্রুব বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছি। ২৪ এর দ্বিতীয় স্বাধীনতায় ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী রক্ত দিয়েছেন। ভবিষ্যতে আমরা যেকোন গনতান্ত্রিক, ন্যায় সঙ্গত দাবীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত