ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ” অনুষ্ঠিত হয়েছে

আনোয়ার হোসেন আনু
জানুয়ারি ১৮, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী “রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী সম্প্রতি সমারোহ” অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) শেষ বিকেলে রাখাইন মহিলা মার্কেট থেকে এ উপলক্ষে একটি রেলী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের ডিসি পার্ক স্কয়ারে গিয়ে শেষ হয়।
পরে সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে “সম্প্রতি সমারোহ” অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, রাখাইন বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা ভূমি কর্মকর্তা কৌশিক আহমেদ।

স্বাগত বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামিম আকতার।

১৭-১৮ (দুইদিনব্যাপী) এ অনুষ্ঠানে রাখাইন শিল্পীদল ছাড়াও বরগুনা, পটুয়াখালী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা রয়েছে। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরা, লুসাই, চাকমা প্রভৃতি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণ রয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের চিন্তার নতুন খোঁড়াক যোগায়। আমরা বর্তমানে দেশের একটি সংকটময় সময় পার করছি। আমাদের এই অস্থিরতার বদলে নতুন চিন্তা ভাবনা যোগাতে পারি, আমাদের নতুন পথ দেখতে পারি এই প্রত্যাশা।
তিনি বলেন, আমাদের যেমন হাজার নদীর দেশ, তেমনি হাজার পথ-মত, বর্ণ-ধর্ম সব মিলে মিশে একটি বহুত্ববাদী সমাজ উপহার দিতে চাই। আমরা বাঙ্গালী বলে বেশি পাবো, রাখাইন বলে কম পাবে? বিষয়টি সেরকম নয়। কাউকে ছোট করে নয়। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যত দেখতে চাই, গড়তে চাই। সকল জাতি গোষ্ঠীর এদেশে সমান অধিকার রয়েছে। এই উপলক্ষেই আমাদের এই তারুণ্যের মেলা। বাঙ্গালীদের বন্ধন তৈরি করার জন্য আমরা এরকম আরো মেলা করবো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে। বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।