ঝিনাইদহ সদরের সনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। সেসময় ভাংচুর করা হয় অন্তত ৪ টি বাড়ি।
জানা যায়, সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা বিশ্বাস ও স্থানীয় বিএনপি নেতা ফুয়াদ বিশ্বাস এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। পরবর্তীতে ৫ আগস্টের পর রাজা বিশ্বাস এলকায় সংঘর্ষ সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাবে উসকানি দিতে থাকে। এরই জেরে উভয় পক্ষের সমর্থকরা সকালে সনাতনপুর গ্রামে রামদা, ঢাল,শর্কি, লাঠি দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। তখন ভাংচুর করা হয় ৪ টি বাড়ি। তাদের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত