মোঃ আব্দুল্লাহ্, স্টাফ রিপোর্টার খুলনা প্রতিনিধ।
——————————————————————–
৫ আগষ্টের পর কোনোভাবেই এসব পাসপোর্ট আবেদনকারীর হদিস মিলছে না। পাসপোর্টগুলো সংগ্রহ করতে আবেদনকারীর ঠিকানায় একাধিকবার চিঠি পাঠিয়েও অনেকের সাড়া মেলেনি।
এসব পাসপোর্টের বেশিরভাগই জরুরি প্রয়োজনে জরুরিভিত্তিতে টাকা জমা দিয়ে আবেদন করা হয়। ইস্যু করা পাসপোর্টগুলো সংগ্রহ না করায় কোথায় গেলেন এসব পাসপোর্টধারীরা, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।
খুলনা পাসপোর্ট অফিসে মাসের পর মাস ধরে চার হাজার ৮শ ৫২টি পাসপোর্ট বই বিতরণের অপেক্ষায় পড়ে আছে। ফোনে ও অফিসিয়াল নোটিশ দিয়ে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছে না এসব পাসপোর্টের গ্রাহকদের।
সাধারণ ক্যাটাগরিতে নির্ধারিত ২১ কর্মদিবসের মধ্যে গ্রাহকদের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার বিধান থাকলেও আগে সেটি প্রায় তিন মাস এবং জরুরি ক্যাটাগরিতে নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে পাওয়ার কথা থাকলেও আগে মাসের পর মাস গেলেও পাওয়া যেতো না পাসপোর্ট। তখন পাসপোর্ট অফিসে কচ্ছপ গতির সেবা দিলেও এখন সেখানে এসেছে পরিবর্তন।