ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

খুলনা ব্যুরো:
জানুয়ারি ১৯, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে তারুণ্যের উৎসবে জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে আজ রোববার (১৯ জানুয়ারী) ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, মাদক দ্রব নিয়ন্ত্রন অফিসের ডিডি গোলক মজুমদার, ঝিনাইদহ পৌর সভার সচিব মোস্তাক আহম্মদ,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সহ জেলা পর্যায়ের বিভিন্ন  কর্মকর্তারা।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – ডিডিএলজি রথিন্দ্রনাথ রায়। পাঁচ দিনব্যাপী এ গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী দিনে বালক-বালিকা বিভাগে হরিণাকুন্ড উপজেলা ও ঝিনাইদহ পৌরসভা একাদশ খেলায় অংশগ্রহণ করে। এ গোল্ডকাপ ফুটবলে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান হবে ২৩ জানুয়ারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।