বাংলাদেশের সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার মধ্যে মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮ নং মদনপুরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মদনপুরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মামুন মৃধা সাবেক সভাপতি মদনপুরা ইউনিয়ন বিএনপি , এ্যাডভোকেট আফরোজা আক্তার শিউলী, বাউফল উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড গাজী জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব সোহেল আকন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।