বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নৌ বাহিনী কন্টিনজেন্ট ও র্যাব-৬ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনীর বিশেষ অভিযানে খালিশপুর আলম নগর গাবতলা মেইন রোড এলাকার খোকন কাজির বাড়ি থেকে হারুন অর রশিদের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ পারভেজ ও বয়রা কাস্টম মোড় এলাকার ইছাহাকের পুত্র শহিদুল ইসলামকে গাবতলা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খালিশপুর থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার (এক্স), বিএন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।