ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে জুমার নামাজে পড়তে গেলে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
জানুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে। শুক্রবার( ২৪ জানুয়ারি) নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসদ আলী মাতব্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে। উদ্ধার করে

জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য,রাউজানে সাম্প্রতিক সময়ে বিএনপির দুই পক্ষের প্রায় গোলাগুলি ও সংঘর্ষ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বিএনপি দু’ গ্রুপের সংঘর্ষে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।এতে ১০- ১২ জন আহত।তবে নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চোধুরী বলেন, নোয়াপাড়ায় গুলিতে এক ব্যবসায়ী মারা গেছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা বের করার চেষ্টা চলছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।