বান্দরবানের আলীকদমে প্রত্যান্ত এলাকায় পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য,নিজস্ব ভাষা, ঐতিহ্য সাংস্কৃতিক সুরক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন কমিটি গঠন উপলক্ষে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম উপজেলার ম্রো সচেতন যুব সমাজের ব্যানারে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন কমিটি গঠন উপলক্ষে বাজার সংলগ্ন ম্রো ছাত্রাবাসে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মেনঅং ম্রোর সভাপতিত্বে মেনথাপ ম্রোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের ছাত্র নেতা পাত লাই ম্রো।
আলীকদমে প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য,নিজস্ব ভাষা,ঐতিহ্য সাংস্কৃতিক সুরক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন কমিটি গঠন উপলক্ষে মুক্ত আলোচনা সভার সভার সম্মতি ক্রমে সভাপতি পদে সেথং ম্রো ও সাধারণ সম্পাদক পদে পাত লাই ম্রো নির্বাচিত হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন,সহ সভাপতি -সংচ্যং ম্রো,সহ সভাপতি -মাংপা ম্রো,সহ সভাপতি -মেনঅং ম্রো,সহ সভাপতি - মেনথাপ ম্রো,যুগ্ম সাধারণ সম্পাদক - রাংরেং ম্রো, সাংগঠনিক সম্পাদক - রংথইং ম্রো,সহ সাংগঠনিক সম্পাদক - মাংক্রাত ম্রো,সহ সাংগঠনিক সম্পাদক - পারিং ম্রো ২, কোষাধ্যক্ষ - মেনতং ম্রো,দপ্তর সম্পাদক-পারিং ম্রো,তথ্য ও প্রচার সম্পাদক-দাওরুই ম্রো,ক্রীড়া বিষয়ক সম্পাদক কথি ম্রো, শিক্ষা বিষয়ক সম্পাদক - লংঙি ম্রো।
নির্বাচিত সাধারণ সম্পাদক পাত লাই ম্রো বলেন, আলীকদম তথা পুরো বান্দরবান জেলায় সবচেয়ে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হল ম্রো জনগোষ্ঠী। দূর্গম এলাকায় বসবাসরত ম্রো জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য ও নিজস্ব মাতৃভাষা,নিজস্ব সাংস্কৃতিক সুরক্ষায় আমরা কাজ করতে চাই। তিনি আরও বলেন, এই আলীকদম থেকে ম্রো জনগোষ্ঠীর মধ্যে থেকে সর্বপ্রথম একজন নারী সংচাং ম্রো ডাক্তার হয়েছে। যদি আমাদের নারীরা আরও অগ্রসর তাহলে আমরা আর পিছিয়ে থাকবো না বলে মনে করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত