মাদারীপুরের কালকিনিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদের দোতলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতিয়া মাদরাসার মুহতামিম উস্তাজুল আসাতিজা আলহাজ্ব হযরত মাওলানা আ: বারী (দাঃ বাঃ)।
প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও আহমাদাবাদ(চন্ডিবদী) পীর সাহেব আমীরে সালেকীন আলহাজ্ব হযরত মাও: আলী আহমাদ চৌধুরী (দাঃ বাঃ)।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা আকরাম হোসাইন [দাঃবাঃ],আলহাজ্ব হযরত মাও: মুফতী আবু আলিম [দাঃবাঃ],আলহাজ্ব মাও: জাহিদুল আলম খান [দাঃবাঃ],হযরত মাও: মুফতী জামাল উদ্দীন খান [দাঃবাঃ],আলহাজ্ব হাফেজ আবুল খায়ের [দাঃবাঃ]।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম হোসাইন [দাঃবাঃ],আলহাজ্ব মাও: আব্দুল্লাহ আল মুসলিম [দাঃবাঃ] ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না।ধর্ষণ, খুন, চাঁদাবাজির মতো অপরাধ বন্ধ করতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়।