খাগড়াছড়ির গুইমার উপজেলার সিন্দুকছড়ি জিরো পয়েন্ট নামক স্থানে সোমবার (১৭ই মার্চ) জালিয়াপাড়া টু মহালছড়ি রোডে প্রকাশ্য চাঁদ আদায়ের সময় গোপন তথ্যের ভিত্তিতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধ চাঁদা আদায়ের সময় হাতনাতে ৩ জনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন:
সিন্দুকছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রিপন হোসেন(৪৫)- পিতা মৃত আব্দুল কালাম, সিন্দুকছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক -মোঃ রাসেল মিয়া(৩২) -পিতা: সাজ্জাত আলী, আব্দুল করিম ছেলে মোঃ রাব্বি হোসেন(২৪)।
পরবর্তীতে সন্ধা ৮টায় গুইমারা থানা পুলিশের নিকট চাঁদা আদায় রশিদ ও কালেকশনকৃত টাকা সহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত