তাড়াশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাড়াশ প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীরা।
মঙ্গলবার সকালে ইউএনও' র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ- সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, যুগ্ম সম্পাদক মহসীন আলী, কার্যকরী সদস্য মো. মনিরুল ইসলাম, সদস্য আলী আক্কাস, দুলাল হোসেন প্রমুখ।
পরে নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সেবামূলক কার্যক্রম নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা করেন। সেই সাথে তিনি সবার সহযোগিতাও কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত