ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক জেলের জালে ধরা পরলো ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকায় বীরোন্দ্র বর্মন সহ অন্য জেলারা।
জানা যায়, উপজেলার নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ড গোপীনাথপুর গ্রামের জেলে বীরোন্দ্র বর্মন সহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও তিতাস নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বাছুরি জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন। আজ দুপুর ২ টার দিকে তার জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে জেলে স্হানিয় সুনীল ব্যাপারীর কাছে ৪৫০ টাকা কেজি ধরে মাছটি বিক্রি করেন।
স্হানিয় বাসিন্দা নৌকার মালিক সুধীর বর্মন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার প্রতিনিধিকে জানান, দুপুরে তিতাস নদীতে আমাদের জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি বাড়িতে নিয়ে আসেন। বৃহৎ আকারের বিগহেড মাছটি আসার খবরে তার বাড়িতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে স্হানিয় ব্যাপারির কাছে তিনি ৪৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন।
জেলে বীরোন্দ্র বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৬ কেজি। ৪৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারির কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। তিতাস নদীতে এত বড় মাছ কম উঠে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে। এতো বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল প্রকাশ করেন।
২০/০৩/২০২৫
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত