ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অদ্য ২১ মার্চ ২৫ রোজ শুক্রবার এক ঝাক তরুণ ও মাঠ পর্যায়ের সংবাদ কর্মীদের নিয়ে গঠিত নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের কার্যালয় অনুষ্ঠিত হয়।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটুর সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে প্রথমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপস্থিত সকল সদস্যগণ স্বাধীন মতামত প্রকাশকালে সাংগঠনিক কার্যক্রম মেনে চলার বিষয়ে সকলে একমত পোষণ করেন।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দের নেতৃত্বে
নবীনগর সমবায় মার্কেটের সামনে ও থানা গেইট এলাকায় অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়।
ইফতারি পেয়ে অসহায় মানুষদের মাঝে হাসিমুখ ফুটে ওঠে। ইফতার বিতরণ শেষে সংগঠনের কার্যালয়ে, সংগঠনের সকল সদস্যদের শারীরিক সুস্থতা ও দেশবাসীর কল্যাণে এবং বিধ্বস্ত ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য বিশেষ মুনাজাত করা হয়।