খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে ৩ মাদকাসক্তকে জেল ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খাগড়াছড়ি এর প্রসিকিউশনের প্রেক্ষিতে গুইমারা উপজেলার ডাক্তার টিলা নামক স্থানে (মূল সড়কের পাশে) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।
অভিযুক্ত মাদকসেবী ফারুক হোসেন,পিতা: কবির হোসেন মো: ফরিদ উদ্দিন, পিতা: মো: শাহাদাত হোসেন
ওমর ফারুক, পিতা: মো: মোস্তফাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে ১৫, ০০০ (পনের হাজার) টাকা অর্থদন্ড ও ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।