১১ বছর পেরিয়ে ১২ বছরে আপনাদেরই যমুনা টেলিভিশন। দায়িত্বশীলতার সঙ্গে, নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টাই, যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে জনগণের সীমাহীন ভালোবাসা। শুরু থেকেই, আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল টিম যমুনার লক্ষ্য। সব দল-মতের, বিপুল আকাঙ্খা পূরণই, যুগের পথে যমুনার লক্ষ্য।
যমুনা টিভির বাউফল প্রতিনিধি মো.রইসুল ইসলাম ইমনের উদ্যোগে যমুনা টেলিভিশনের ১২ বছরে পদার্পণের আনন্দঘন মূহুর্তকে স্মৃতির পাতায় জমা রাখতে, পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। স্লোব বাংলাদেশ এনজিও পরিচালিত নামক একটি এতিম খানার শিশুদের নিয়ে ছিলো নানা আয়োজন। খানিক সময়ের এ আয়োজনের পুরোটা সময় জুড়ে নিঃসঙ্গ শিশুদের সাথে যোগ দিয়ে সময়টাকে আরো সুন্দর করে তোলেন বাউফল সরকারি কলেজ ও ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ইউএনও, রাজনীতিবিদ, প্রেসক্লাবের সভাপতি, রিপোর্টাস ইউনিটির সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকলা একাডেমি, কালচারাল ক্লাব ও স্লোব বাংলাদেশের সদস্যরা।
শুক্রবার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে পরে নিঃসঙ্গ (এতিম) শিক্ষার্থীদের গল্প আড্ডা, অতিথি আপ্যায়ন, অদম্য বিতর্ক ক্লাবকে উপহার প্রদান ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। জুলাই অভ্যুত্থানে আহত নিহত বীর ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া করা হয় এবং বর্তমান চেয়ারম্যান সাবেক এমপি অ্যাড. সালমা ইসলামের সুস্থতা কামনা করা হয়েছে।
অতিথিরা বলেন, ব্যাতিক্রমী তথ্য খুঁজে বের করে চমৎকার উপস্থাপন করার কারণে যমুনা হয়েছে বিশ্বসেরা।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত