ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

রকিবুজ্জামান মাদারীপুর
এপ্রিল ৩০, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাসিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

জানা যায়, মঙ্গলবার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাসিয়াতলা এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাহাবুবা ইসলাম। এসময় কনে শিক্ষার্থী হওয়ায় ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিবাহ না দিতে মেয়ের অভিভাবকদের সতর্ক করা হয়।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার কে ঘটনাস্থলে পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এসময় মেয়ের অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য উৎসাহ প্রদানসহ সচেতন করা হয়।”
বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ, তাই বাল্যবিবাহ বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।