“পুলিশ সপ্তাহ২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ২৯ এপ্রিল-২০২৫ ঐতিহ্যবাহী রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা-কে “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” পরিয়ে দেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে প্রশংসনীয় অবদানের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (বার)।
এমন দক্ষ, চৌকস,এবং মেধাবী অফিসারের এই অসামান্য সাফল্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে অভিনন্দন। জুলাই বিপ্লবের নির্যাস অন্তরে লালন করে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্য পুলিশ সুপার, ময়মনসিংহের নেতৃত্বে যে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, সেই কাজের উপযুক্ত স্বীকৃতি প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।