ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৫ পরিবার পেল ২৭০০ হাঁস

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ
মে ৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ১৩৫ পরিবারের মাঝে ২ হাজার ৭০০ হাঁস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৫ টি পরিবারের মাঝে ২০ টি করে মোট ২ হাজার ৭০০ হাঁস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আনোয়ারুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহম্মেদ প্রমূখ।
এ সময় রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলায় হাঁস পালনের জন্য উপযোগী। বোরো ধান কাটার ভরা মৌসুমে জমিতে ঝড়ে পড়া ধান খেয়েই হাঁস বেড়ে ওঠতে পারবে। আপনরা যতœসহকারে এ গুলোর দেখভাল করবেন। প্রাণীসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ নেবেন। হাঁস গুলো আপনাদের ভাগ্য উন্নয়ন সহায়তা করবে। এক সময় এ গুলো বৃদ্ধি পেয়ে আপনাদের প্রতিটি বাড়িতে হাঁসের খামার গড়ে উঠবে। আপনাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।