বান্দরবানের থানছিতে খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে শহরের শাপলা চত্তরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পূনরায় এ ধরণের অপরাধ করার সাহস পায়। পাহাড়-সমতল সর্বত্রে নারীদের নিরাপত্তা বিধানের দাবী জানান সরকারের কাছে।
আকাশ ত্রিপুরা সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা, কৃপায়ণ ত্রিপুরা, সুভাষ চাকমা, উক্যনু মারমা, খঞ্জন ত্রিপুরা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত